শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

টস জিতে কেন ফিল্ডিং, কারণ জানালেন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১৯ এএম

টস জিতে কেন ফিল্ডিং, কারণ জানালেন অধিনায়ক লিটন দাস

ছবি - সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ধারণা করা হয়েছিল, বাংলাদেশ দল নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে আগে ব্যাট করবে। তবে প্রথম দুই ম্যাচে টস জেতার পরও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। সিরিজ শেষে সেই সিদ্ধান্তের কারণ জানালেন দলের অধিনায়ক লিটন দাস।

লিটন বলেন, "আন্তর্জাতিক ম্যাচে ভালো ব্যবধানে জেতাটাই বড় বিষয়। এর মাধ্যমে বোঝা যায় আপনার দল কতটুকু উন্নতি করেছে। এমন না যে সব ব্যাটসম্যানকেই প্রতিদিন ব্যাট করতে হবে। এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে। এটা একটা ভালো লক্ষণ যে আমাদের সব ব্যাটসম্যানকে প্রথম দুই ম্যাচে ব্যাটিং করতে হয়নি।" তিনি আরও বলেন, তৃতীয় ম্যাচে অনেকেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন।

নেদারল্যান্ডসকে ছোট করে দেখতে নারাজ লিটন। তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই বড় এবং ভালো। তাই প্রত্যেককে একই সম্মান দিতে হবে এবং আমরা ওই সম্মান দিয়েই ক্রিকেট খেলি।"

শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আক্ষেপ ঝরেছে লিটনের কণ্ঠে। তিনি বলেন, "আবহাওয়ার ওপর তো কারও হাত নেই। এই খেলায় যতটুকু পাওয়ার ছিল, দল হিসেবে আমরা পেয়েছি। বিশেষ করে, গত দুই ম্যাচে যেসব ব্যাটসম্যান ব্যাটিংয়ের সুযোগ পাননি, তারা একটু সুযোগ পেয়েছেন। তবে বোলাররা বল করতে পারলে ভালো হতো, কিন্তু ওটা আমাদের নিয়ন্ত্রণে নেই।"