বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ঢাকার বাতাস ‘সহনীয়’, তবু দূষণে বিশ্বে ১৯তম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:৩৯ এএম

ঢাকার বাতাস ‘সহনীয়’, তবু দূষণে বিশ্বে ১৯তম

ছবি- সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ আপডেটে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২০ আগস্ট, ২০২৫) সকাল সাড়ে ৯টার আপডেটে ঢাকার বায়ুর মান ছিল ৭৩, যা ‘সহনীয়’ হিসেবে নির্দেশ করে।

এই সময়ে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ছিল ১৭০। দ্বিতীয় অবস্থানে আছে উগান্ডার রাজধানী কামপালা (১৫৩ স্কোর), তৃতীয় অবস্থানে কাতারের রাজধানী দোহা (১৩৭ স্কোর) এবং চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (১৩৪ স্কোর)।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (AQI) স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের বিভিন্ন মাত্রা নিম্নরূপ:

  • শূন্য থেকে ৫০: ভালো (Good)

  • ৫১ থেকে ১০০: মাঝারি বা সহনীয় (Moderate)

  • ১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর (Unhealthy for sensitive groups)

  • ১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর (Unhealthy)

  • ২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর (Very Unhealthy)

  • ৩০১ এর বেশি: দুর্যোগপূর্ণ (Hazardous)

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের তালিকায় ঢাকার নাম শীর্ষ সারিতে থাকলেও, বর্তমানে বায়ুমান ‘সহনীয়’ থাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি পরিবর্তন, তা জানতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।