আগস্ট ২৪, ২০২৫, ০৫:১১ পিএম
দেশের ৬টি জেলায় রোববার সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এই অবস্থায়, ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়।