মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ০৩:৪৫ পিএম

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস

ছবি- সংগৃহীত

আজ, ২৮ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস (World Nature Conservation Day)। দিনটি প্রকৃতিকে সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে পালিত হয়। পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের প্রতি মানুষের দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন এই দিবসটি পালন করে থাকে।

প্রতি বছর ২৮ জুলাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানবজাতিকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধ করা।

২০২৫ সালের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: 'জীববৈচিত্র্য রক্ষা, অবনমিত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা প্রচারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।'

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবির  বলেন, "আমাদের দেশের প্রাণ-প্রকৃতি দিন দিন বিলুপ্ত হচ্ছে। ঢাকায় তো নগরায়ণের ফলে প্রকৃতি বিলীন হচ্ছে। প্রকৃতিকে আইনের মাধ্যমে সংরক্ষণ করতে তো হবেই, এরপর প্রতি সরকার ও মানুষের দরদ থাকতে হবে। তবুও এই দিবসগুলোতে গাছ লাগানো, নদী পরিষ্কার, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা কার্যক্রমে উদ্দীপনাকে ছড়িয়ে দিতে হবে।"