শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ১১:১১ এএম

তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত

ছবি- সংগৃহীত

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় সেখানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

এদিকে গতরাতে জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী গ্রামে তিস্তার পানির তোড়ে একটি কাঁচারাস্তা ভেঙে ফসলি জমি ডুবে গেছে, বিচ্ছিন্ন রয়েছে ওই এলাকার যোগাযোগ।

অপরদিকে নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত ডুবে গেছে। আদিতমারীর মহিষখোচাসহ কয়েকটি এলাকায় হাজারখানেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, প্রশাসন সার্বক্ষণিক খোঁজ নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।