আগস্ট ২৯, ২০২৫, ১০:৩৬ এএম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার অ্যাকসেস টেলিকম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৮৫ ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এখনো উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি বলে জানা গেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ২ হাজার ৫শ ৬৪টি প্রতিষ্ঠানে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ব্যয় ধরা হয়েছিল ৩৫ হাজার টাকা। কার্যাদেশ পায় রাজধানীর অ্যাকসেস টেল নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে শুধুমাত্র একটি করে রাউটার পৌঁছে দিলেও কোনো সংযোগ না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সটকে পড়েছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ২শ ৪৪টি প্রতিষ্ঠানে সংযোগ দেওয়ার কথা ছিল, যার মধ্যে মাত্র ১৯টি প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়। কিন্তু সেই সংযোগও ২-৩ দিন সচল থাকার পর বন্ধ হয়ে যায়। এ বিষয়ে অ্যাকসেস টেলিকম এর সিনিয়র ব্যবস্থাপক রায়হান রশিদ বলেন, ভাণ্ডারিয়াতে ১১১টি প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয় আইএসপি কোম্পানির সহায়তায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন করা হবে।
তবে স্থানীয় আইএসপি ব্রডব্যান্ড কোম্পানি পিসিএন এবং ইফটি আইএসপি ইন্টারনেটের মালিকরা জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
এ প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে তা শর্ত সাপেক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এত অল্প সময়ে বাকি কাজ সম্পন্ন করা এবং কাজের মান নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) তানজিলা ইসলাম বলেন, ফাইল না দেখে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা বলা সম্ভব নয়।