শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

যে কারণে জামিন চাননি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ০৫:২৩ পিএম

যে কারণে জামিন চাননি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

ছবি - সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করা হয়নি। তিনি নিজে আইনজীবীর ওকালতনামায় স্বাক্ষর করেননি। শুক্রবার তার পক্ষে আদালতে উপস্থিত থাকা আইনজীবী সাইফুল ইসলাম সাইফ এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী সাইফ জানান, যখন আদালতের অনুমতি সাপেক্ষে লতিফ সিদ্দিকীর জামিনের জন্য তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যাওয়া হয়, তখন তিনি বলেন, ‘যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না।’

এই মামলায় অন্য আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌসিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘মঞ্চ ৭১’ আয়োজিত এই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী যোগ দিলে একদল আন্দোলনকারী তাকে ঘিরে ধরে এবং ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ তাদের সবাইকে থানায় নিয়ে যায় এবং পরে ডিবিতে স্থানান্তর করা হয়। রাতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।