শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফুটবল টুর্নামেন্ট: কোকোর স্মৃতিতে ছাত্রদলের আয়োজন

অলিউর রহমান মিরাজ

আগস্ট ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম

ফুটবল টুর্নামেন্ট: কোকোর স্মৃতিতে ছাত্রদলের আয়োজন

ছবি-দিনাজপুর টিভি

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল' এবং 'মাদক ছেড়ে খেলতে চল' এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯শে আগস্ট) বিকালে উপজেলার শওগুনখোলা মিনি স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ইউনিয়ন পর্যায়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল।

আয়োজক নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ কামাল হোসেন জানান, এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ, হিলি ও ঘোড়াঘাটসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম, ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম সাগর, ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাঈম এবং উপজেলা যুবদলের মোঃ জুয়েল রানা সহ আরও অনেকে।