অলিউর রহমান মিরাজ
আগস্ট ২৯, ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় একটি সংগঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এবি পার্টির নেতারা সর্বদা সততা, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে আসছেন। আমাদের কোনো নেতা দুর্নীতি, অনিয়ম বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নন। আমরা বিশ্বাস করি, রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার একমাত্র মহৎ মাধ্যম। তাই এবি পার্টির প্রতিটি পদক্ষেপই জনগণের আস্থা, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে নিবেদিত।"
বিশেষ অতিথির ভাষণে নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহিনুর রহমান বলেন, "আমরা বিশ্বাস করি, রাজনীতি হলো মানুষের সেবা করার নাম। তাই দিনাজপুর থেকে আমরা দেখিয়ে দিতে চাই যে, সততা দিয়েও জনআস্থা অর্জন করা যায় এবং কল্যাণ দিয়েই রাজনীতি শক্তিশালী করা যায়।" তিনি আরও বলেন, "দিনাজপুর হবে এবি পার্টির দুর্গ। এখান থেকেই শুরু হবে নতুন বাংলাদেশের পথচলা, ন্যায্য অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।"
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এবি যুব পার্টির জেলা সদস্য সচিব হাদিসুর রহমান, বিরামপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, জেলা ছাত্র পক্ষের আহ্বায়ক এরশাদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা যুব পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কিসকু, বিরামপুর উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলাম, শ্রমিক পার্টির আকবর আলী, মহিলা নেত্রী জাবেদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।