শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
নুরুল হক নুর

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে রক্তাক্ত নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ১০:০১ পিএম

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে রক্তাক্ত নুরুল হক নুর

ছবি- সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা নুরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতারা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় এবং জাপা নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ না করায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।