আগস্ট ৩০, ২০২৫, ১২:৪২ এএম
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাংলামোটর মোড়ে বিক্ষোভ করেছে ন্যাশনালিস্ট কাউন্সিল পার্টি (এনসিপি)।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। নুর ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করে আল রাজী টাওয়ারের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুর ও দলের শীর্ষ নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিপেটা শুরু করে।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। চিকিৎসাধীন অবস্থায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।” অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।