শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলা ‘জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’: এনসিপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:০২ এএম

নুরের ওপর হামলা ‘জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’: এনসিপি নেতা

ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা।’

হান্নান মাসউদ তার পোস্টে আরও লেখেন, ‘নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোগী।’ তিনি এই হামলার কঠোর জবাব দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি এই হামলাকে ‘বর্বরতম’ আখ্যা দিয়ে নিন্দা জানান।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রাত সোয়া ৮টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষ চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন।