শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সংঘর্ষে আহত ভিপি নুরের অবস্থা গুরুতর, স্থানান্তর করা হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ১১:৩৪ পিএম

সংঘর্ষে আহত ভিপি নুরের অবস্থা গুরুতর, স্থানান্তর করা হচ্ছে

ছবি- সংগৃহীত

রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, নুরের অবস্থা খুবই গুরুতর এবং তাকে একটি হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।

রাশেদ খান তার স্ট্যাটাসে লেখেন, “নুর ভাইকে ইসলামি ব্যাংক থেকে ট্রান্সফার করা হচ্ছে। অবস্থা খুবই গুরুতর।” একই সঙ্গে তিনি জানান, রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে।

শুক্রবার সন্ধ্যার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাপার নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর রাত সোয়া ৮টার দিকে একই স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আবার সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে নুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন।