আগস্ট ২৯, ২০২৫, ১১:২৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক ভাস্কর্যের সামনে এই প্যানেল ঘোষণা করা হয়। ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী প্যানেলের পরিচয় তুলে ধরেন।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলটি তার বৈচিত্র্যের জন্য বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। প্যানেলটিতে ১১ জন নারী শিক্ষার্থী, ১৪ জন পুরুষ শিক্ষার্থী, সমতল ও পাহাড়ের ৭ জন আদিবাসী শিক্ষার্থী, ১৪ জন মুসলিম, ৬ জন হিন্দু, ৩ জন বৌদ্ধ এবং ২ জন খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীর সমন্বয় ঘটেছে। এই প্যানেলটি তাদের নাম অনুযায়ী সম্প্রীতি ও অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি রয়েছেন। এছাড়া প্যানেলটি ক্রীড়া সম্পাদক পদটি অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের সমর্থনে খালি রেখেছে, যা একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।