শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ১০:৪৭ পিএম

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

ছবি- সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুই দফায় ঘটে যাওয়া এই সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষে একদল লোক হলুদ হেলমেট পরে হামলা চালায়। তারা জাতীয় পার্টির কার্যালয় থেকে বেরিয়ে এসে ছাত্রদের ওপর হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে রাত সোয়া ৮টার দিকে জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে জাপার নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পার্টি তাদের ওপর হামলা করেছে। তারা গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করারও দাবি জানান।

প্রথম দফায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাপার লোকজন উসকানি দিয়েছে। অন্যদিকে, জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুরকে দেখা গেছে।