আগস্ট ২৯, ২০২৫, ০৭:২৮ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ বছর বয়সে অবসরের জল্পনা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি এই বিষয়ে মন্তব্য করে পুরনো সব বিতর্কে নতুন মোড় এনে দিয়েছেন।
আরএসএসের শতবার্ষিকীর এক অনুষ্ঠানে সংঘ প্রধান বলেন, “আমি কখনওই বলিনি আমি অবসর নেব, কিংবা অন্য কেউ ৭৫-এ পড়লেই সরে দাঁড়াবে। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ংসেবক। যে কাজ আমাদের দেয়া হবে, চাই বা না চাই সেটা করে যেতে হবে।”
যদিও তিনি সরাসরি কারো নাম নেননি, কিন্তু তার মন্তব্যটি প্রধানমন্ত্রী মোদির অবসরের জল্পনাকে কেন্দ্র করেই করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সংঘ চাইলে ৮০ বছর বয়সেও তিনি আরএসএসের প্রধানের দায়িত্ব সামলাবেন।
প্রধানমন্ত্রী মোদির ৭৫ বছর বয়সে অবসর গ্রহণের বিষয়টি নিয়ে জল্পনার শুরু হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য থেকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, ৭৫-এর পর দল কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে তিনি এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে বিজেপি বা সংবিধানে এমন কোনো নিয়ম নেই।
তবে এই মন্তব্যকে পুঁজি করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল নির্বাচনী প্রচারে বলেছিলেন, “উনি (মোদি) আগামী বছর অবসর গ্রহণ করবেন। উনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন।”
অন্যদিকে, গত জুলাইয়ে মোহন ভাগবত নিজেই এক ভিন্ন সুরে কথা বলেছিলেন। নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” তার সেই মন্তব্যই নতুন করে জল্পনাকে উসকে দিয়েছিল।