শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশে আসছেন মালা আলি কুর্দিস্তানি!

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ০৪:১৭ পিএম

বাংলাদেশে আসছেন মালা আলি কুর্দিস্তানি!

ছবি- সংগৃহীত

নিজের ফেসবুক পেজে মালা আলি কুর্দিস্তানি বাংলাদেশের জনগণের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই একটি বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করতে তিনি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরটি ঐতিহাসিক হবে বলেও তিনি উল্লেখ করেন।

তার বার্তায় মালা আলি বলেন, তার লক্ষ্য হলো ১ হাজার শিক্ষার্থীকে ‘পবিত্র বিজ্ঞান’ শেখানো। তিনি আরও দাবি করেন, বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তিনি ২৫০ ধরনের ভবিষ্যদ্বাণীমূলক ও ভেষজ ওষুধ তৈরি করেছেন। তার বিশ্বাস, এই প্রচেষ্টা শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। কারণ তখন সারা বিশ্ব থেকে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ থেকে, মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। তার জীবনের লক্ষ্য হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মানুষের সেবা করা।

মালা আলি কুর্দিস্তানির আসল নাম মোল্লাহ আলি কালাক। নিজের ফেসবুক পেজের নাম ‘মালা আলি কুর্দিস্তানি’ দিলেও ইন্ট্রোতে নিজেকে ‘ড. আলি মাহমুদ হাসান’ হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন তিনি ২৮ বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৫৮ লাখের বেশি।

তবে দীর্ঘদিন ধরেই তিনি বিতর্কের মুখে আছেন। কুর্দিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ, জ্বিনে আক্রান্ত এবং অক্ষম মানুষদের সুস্থ করার দাবি করেন। তার নিরাময় কেন্দ্র থেকে তিনি উটের মূত্র উটের দুধের সঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়াতেন। এমনকি চিকিৎসার জন্য রোগীকে চাবুকও মারতেন। এসব কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হলে কুর্দিস্তান সরকার বারবার তার নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয় এবং তাকে একাধিকবার গ্রেপ্তার করে। এক নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে তাকে একবার কারাগারেও যেতে হয়েছিল।

কুর্দিস্তানে একের পর এক অভিযোগ দায়ের হওয়ায় তিনি সৌদি আরব চলে যান। সেখানেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করেন। পরে তিনি মুক্তি পান এবং ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানে যান। সেখানেও হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সারও তার সঙ্গে সাক্ষাৎ করেন।