শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

জাপা-গণঅধিকারের সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল, সেনা মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

জাপা-গণঅধিকারের সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল, সেনা মোতায়েন

ছবি- সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের বিষয়ে দুই দলের পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন। এর জবাবে তারা প্রতিরোধ গড়ে তোলেন।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শেষে তারা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আবু হানিফের দাবি, জাতীয় পার্টির পাশাপাশি সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরাও ছিল।

গণঅধিকার পরিষদের এই নেতা আরও জানান, এই হামলায় তাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।