মোঃ মোমিনুল ইসলাম
আগস্ট ২৯, ২০২৫, ০৯:০১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যাকারিয়া বাচ্চুর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
"তারেক জিয়ার নির্দেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ" - এই স্লোগানকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার আমবাড়ী থেকে শুরু হয়ে র্যালিটি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে প্রায় ২৫টি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে যাকারিয়া বাচ্চু এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষ চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে অতিষ্ঠ। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সন্ত্রাসীরা দেশব্যাপী এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
যাকারিয়া বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, "বিএনপি সব সময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিতে বিএনপির বিকল্প নেই।" তিনি নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার এবং তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এই কর্মসূচিতে দিনাজপুর জেলা ও সংশ্লিষ্ট উপজেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি ও পথসভাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো এলাকা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।