শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বিএনপির কর্মীকে গলা কেটে হত্যা: বেনাপোলে চাঞ্চল্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ১১:০০ এএম

বিএনপির কর্মীকে গলা কেটে হত্যা: বেনাপোলে চাঞ্চল্য

ছবি - সংগ্রহীত

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামে বিএনপি'র এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। মৃত মিজানুর রহমান সর্দার ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে এবং পেশায় একজন কসাই। তিনি ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর বেনাপোল চেকপোস্টে একটি কসাইয়ের দোকানে কাজ করতেন এবং প্রতিদিন ভোরে কাজে যেতেন। তার পরিবারের দাবি, রাত পৌনে তিনটার দিকে কেউ তাকে ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ির গেটের ভেতরে গলাকাটা মরদেহ পাওয়া যায়। নিহতের ভাই খায়রুল ইসলাম বলেন, "আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। সে একটি কসাইয়ের দোকানে কাজ করত। পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল।"

সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা বাড়ির গেটের সামনে উঠোনে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।