শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

মেসির শেষ বাছাইপর্বের ম্যাচ, থাকবেন সব আত্মীয়স্বজন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ১২:০৪ পিএম

মেসির শেষ বাছাইপর্বের ম্যাচ, থাকবেন সব আত্মীয়স্বজন

ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে আর্জেন্টিনা আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তবে বাছাইপর্বের বাকি দুটি ম্যাচ ঘিরে আগ্রহটা এবার কম নয়। কারণ, এই ম্যাচ দুটির মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন লিওনেল মেসি।

সম্প্রতি সাংবাদিক আন্তোনেলা গনসালেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার জন্য বিশেষ আবেগের হবে। তিনি বলেন, “হ্যাঁ, এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে। খুবই বিশেষ। কারণ এটাই বাছাইপর্বে আমার শেষ ম্যাচ। এরপর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না। তবে এটা নিশ্চিতভাবে আমার জন্য বিশেষ ম্যাচ।”

এই বিশেষ ম্যাচকে আরও স্মরণীয় করে রাখতে বাড়তি আয়োজন করেছেন এই ফুটবল তারকা। তিনি বলেন, “আমার পরিবার থাকবে, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, এমনকি স্ত্রীর পরিবারের মানুষও যতটা সম্ভব থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব।”

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে শেষ দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে মেসির সামনে। তিনি বিশ্বকাপ বাছাইয়ে মোট ৩১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি, যার মধ্যে ২৬টি বিশ্বকাপে। এই বাছাইপর্বে তিনি ৫টি ম্যাচে খেলতে না পারলেও ৫ গোল করেছেন এবং ৩টি অ্যাসিস্ট দিয়েছেন।