শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফাহামেদুলকে ছাড়াই এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই খেলবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ০৪:২৮ পিএম

ফাহামেদুলকে ছাড়াই এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই খেলবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

আগামী মাসে ভিয়েতনামে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলামকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা ফাহামেদুলকে না পেলেও, পরের দুটি ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলের কোচ সাইফুল বারী টিটু। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাহামেদুলকে প্রথম ম্যাচে না পাওয়ার কারণ ব্যাখ্যা করে টিটু বলেন, ‘আমরা তাকে প্রথম থেকে না পেলেও পরের দুটি ম্যাচে পাব। সে যখন আসবে, কোনো অনুশীলন সেশন না করেই ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না। ফাহমিদুল এলে অবশ্যই আমাদের শক্তি বাড়বে, তবে সেটা পরের দুই ম্যাচে।’

কিউবা মিচেল-জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন দেখছেন কোচ সাইফুল বারী। তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ও ইয়েমেনের খেলা পর্যালোচনা করেছি। তারা যেহেতু প্রথম দিনই ম্যাচ খেলবে, আরও বিশ্লেষণ করার সুযোগ পাব।’

এশিয়ার ৪৪টি দেশ বাছাইপর্বে অংশ নিচ্ছে। ১১টি গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে তারা। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে সম্প্রতি বাহরাইনে ১২ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।