আগস্ট ৩০, ২০২৫, ০৭:০১ পিএম
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, বেলা ১১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় থেকে শুরু হয়ে থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসের সামনে যায়। সেখানে উত্তেজিত নেতাকর্মীরা প্রথমে অফিসের বাইরের অংশ ভাঙচুর করে এবং পরে অফিসের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
ভাঙচুরের পর দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরজালফৈ বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর মাহমুদ, আন্দোলনকারী নবাবসহ আরও অনেকে।
ঘটনার বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ থেকে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও সড়ক অবরোধ। জানুন এই ঘটনার বিস্তারিত এবং এর পেছনের কারণ।