মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

কুমিল্লায় খাটের ওপর মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ২

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৫:৫৩ পিএম

কুমিল্লায় খাটের ওপর মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ২

ছবি- সংগৃহীত

কুমিল্লা শহরের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সদর দক্ষিণ মডেল থানার রামনগরে এ ঘটনা ঘটে। দুজনের লাশই বাসার খাটের ওপর পড়ে ছিল। এই চাঞ্চল্যকর ঘটনাটি সারাদেশে আলোচনা তৈরি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কুমিল্লার সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের রামনগরের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। এই ঘটনায় নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন এবং তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ। সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।