মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

তিন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩৬ পিএম

তিন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

ছবি - সংগৃহীত

তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং সারা দেশে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষার্থীরা আজ রবিবার খুলনায় সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের এই আকস্মিক 'অ্যাগ্রি ব্লকেড' কর্মসূচির কারণে নগরীর প্রধান প্রবেশপথ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আজ বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন নগরীর প্রবেশপথে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন, যা অবরোধকে আরও জোরালো করে তোলে। শিক্ষার্থীরা রাস্তার ওপর বসে এবং ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে খুলনার প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো:

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। ২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বিএডিসির কোটায় নবম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করা। ৩. কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কেউ যাতে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না পারে, সেজন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের একজন শিক্ষার্থী জানান, "আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের অধিকার চাই। ডিপ্লোমাধারীরা বারবার অযৌক্তিক দাবি তুলে আমাদের পেশার সম্মান নষ্ট করছে।" খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী বলেন, "আমাদের দাবি স্পষ্ট: নিয়োগ ও পদোন্নতি অবশ্যই মেধার ভিত্তিতে হতে হবে। আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"

শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচির কারণে নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন। গতকাল শনিবার রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।