সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৮ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এর ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অবরোধের কারণে ভাঙ্গা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরোধকারীরা জানান, ভাঙ্গাকে বিভক্ত করার এই সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। তারা বলেন, "আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই। নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া কোনোভাবেই মেনে নেব না।"
এলাকাবাসী জানান, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর এক গেজেট প্রকাশের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। এর ফলে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করেছেন।
অবরোধের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে অবরোধকারীর সংখ্যা বিপুল হওয়ায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, "আমরা মহাসড়ক পরিষ্কার করার চেষ্টা করছি। কিন্তু অবরোধকারীদের বোঝানো যাচ্ছে না। তবে জরুরি যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"
প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বরও এলাকাবাসী অবরোধ করেছিলেন। সেসময় ইউএনও-এর আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেও দাবি পূরণ না হওয়ায় আবার আন্দোলনে নেমেছেন।