মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৮:১৬ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন। এটি এনসিপি সিলেট ইউনিটের জন্য একটি বড় ধাক্কা, কারণ গত কয়েকদিনে একই কারণ দেখিয়ে আরও কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আবুল আহসান জাবুর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি সংগঠনের প্রধান সমন্বয়কের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এই নিয়ে সিলেটে এনসিপি থেকে মোট নয়জন নেতা পদত্যাগ করলেন।

পদত্যাগপত্রে জাবুর ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন। তিনি স্বেচ্ছায় এবং সজ্ঞানে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। জাবুর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে সিলেট জেলায় এনসিপির কমিটি ঘোষণার পর থেকেই দলের মধ্যে অস্থিরতা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া, নেতাদের না জানিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন কারণে নেতাকর্মীরা দল ছাড়ছেন।

গত ১২ জুলাই কমিটি ঘোষণার পরদিন বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলা থেকে চার নেতা পদত্যাগ করেন। এরপর ২১ জুলাই গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে আরও চার নেতা পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর এবার শহীদ সাংবাদিকের ভাইয়ের পদত্যাগ এই দলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।