আগস্ট ২২, ২০২৫, ০৭:২৮ পিএম
কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং তাদের দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।
নিহতরা ঢাকা থেকে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের বড় ছেলে আবুল হাসেম গাড়ি চালাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে হোটেল নূরজাহান এলাকার ইউ-টার্নের কাছে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি হয় তাদের প্রাইভেট কার। প্রাইভেট কারটিকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চালক হঠাৎ ব্রেক করলে কাভার্ডভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।
নিহত আবুল হাসেম রাজধানীর কল্যাণপুরে বসবাস করতেন এবং একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার দুই সন্তান রয়েছে, যাদের মধ্যে একজন সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ছোট ছেলে আবুল কাশেম রাজধানীর মানিকনগর এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তারও দুই ছেলে রয়েছে। নিহত ওমর আলী এবং নুরজাহান বেগম তাদের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় বড় ছেলের বাসায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে তাদের দুই ছেলে বাবা-মাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন।
নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।