সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গুলশানে চাঁদাবাজি: বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০২:৪৮ পিএম

গুলশানে চাঁদাবাজি: বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা

ছবি- সংগৃহীত

রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রায়শই সংবাদের শিরোনাম হয়। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে গুলশানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, যা সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাবেক এক সংসদ সদস্যের বাসায় এই ধরনের ঘটনা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি আন্দোলনের ভাবমূর্তিকে যেমন প্রভাবিত করতে পারে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করতে পারে।

সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৭ জুলাই) সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

 

এ মামলার অন্য আসামিরা হলেন- কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও কিশোর মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, গত ১৭ জুলাই আসামিরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে পুলিশে গ্রেফতার করানোর হুমকি দেন। একপর্যায়ে মামলার বাদী বাধ্য হয়ে নগদ ১০ লাখ টাকা দেন।

এ ঘটনার পর গত ১৯ জুলাই ও ২৬ জুলাই আসামিরা আবার বাসায় এসে বাকি ৪০ লাখ টাকা দাবি করেন এবং হুমকি দিতে থাকেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাৎক্ষণিকভাবে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে। তবে এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।