রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গেন্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ১১:৪৪ এএম

গেন্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকাতে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা যাচ্ছে। ছোটখাটো বিরোধের জেরে প্রায়শই এমন নৃশংস ঘটনা ঘটে থাকে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। গেন্ডারিয়ায় একজন যুবককে কুপিয়ে হত্যার ঘটনাটি আবারও এই বাস্তবতা তুলে ধরেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম বাবুর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। তিনি পরিবার নিয়ে গেন্ডারিয়ার মীরহাজীরবাগের মোল্লাপাড়ায় ভাড়া থাকতেন।

 

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, তার স্বামী একটি সিএনজি চালিত অটোরিকশার মালিক ছিলেন এবং এটি ভাড়া দিয়েই তাদের সংসার চলতো। তিনি অভিযোগ করেন, “গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ ৪ থেকে ৫ জন ধারালো চাপাতি দিয়ে আমার স্বামীকে কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে গুরুতর জখম করে।”

তিনি আরও জানান, খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান যে তার স্বামী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানিয়েছি এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”