মোঃ মোমিনুল ইসলাম
আগস্ট ১৮, ২০২৫, ০৫:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের সামগ্রিক উন্নয়নের কান্ডারী এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের সুযোগ্য চার সন্তানকে সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।
১৮ আগস্ট ২০২৫, সোমবার দুপুর ১টায় হাসপাতাল ভবনের টপ ফ্লোরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বেগম খুরশীদ জাহান হকের অমর সৃষ্টি এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় যুগ ধরে সরকারি সহযোগিতা ছাড়াই বৃহত্তর দিনাজপুর ও উত্তরাঞ্চলের প্রায় ৮টি জেলার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এই সফল নেতৃত্ব ধরে রাখার জন্য তার চার সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ড. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক এবং তাসীন আক্তার হক ডেলকে জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট
কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল