মো:ফাহিম সরকার
আগস্ট ১৮, ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর উপজেলার জগোদিশপুর থেকে নাওয়াডাঙ্গা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক সংস্কারের দাবিতে সোমবার (১৮ আগস্ট) এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
টানা বৃষ্টিতে রাস্তাটিতে বড় বড় গর্ত ও কাদা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষ ও যানবাহনের জন্য চলাচল দুঃসাধ্য করে তুলেছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এর পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং একাধিক হাফেজিয়া মাদ্রাসা। এছাড়াও ঐতিহাসিক "গিলাগাছ" দেখতে আসা দর্শনার্থীদেরও এই পথ ব্যবহার করতে হয়। রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় জনগণ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, জগোদিশপুর থেকে জোতমাধব পর্যন্ত প্রায় ৪.৭৭ কিলোমিটার সড়কটি পাকা করার প্রকল্পে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কাজটি শুরু হয়েছে জোতবানী এলাকা থেকে, যার কারণে জগোদিশপুরসহ আশপাশের বিশাল জনগোষ্ঠী দুর্ভোগ থেকে বঞ্চিত হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আলমগীর কিবরিয়া, আহসান হাবীব, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, হাবিবুর রহমান (ইউপি সদস্য), হাসেম রেজা ও জাকির হোসেন মন্ডল।