বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে সাদিক ও ফরহাদের প্রথম প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:১২ এএম

ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে সাদিক ও ফরহাদের প্রথম প্রতিক্রিয়া

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) আবু সাদিক কায়েম এবং জিএস (সাধারণ সম্পাদক) এস এম ফরহাদ তাদের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক প্রতিক্রিয়ায় তারা বলেন, এই বিজয় ব্যক্তিবিশেষের নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, 'ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে।' তিনি আরও বলেন, 'শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় এই ডাকসু নির্বাচন। ভিন্ন দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে।' সাদিক কায়েম শিক্ষার্থীদের আবাসন, গবেষণা ও অন্যান্য সব সমস্যা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, 'শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।'

একই প্যানেল থেকে জিএস নির্বাচিত এস এম ফরহাদ বলেন, 'আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।' তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন দায়িত্বে থাকাকালীন কোনো ভুল করলে তারা তাকে শুধরে দেন। তিনি আরও জানান যে তাদের প্যানেল এই জয়ের পর কোনো বিজয় মিছিল করবে না।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট, জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া, ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে এবং ১৩টি সদস্য পদের মধ্যে অধিকাংশতেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।