বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ব্রেকিং নিউজ

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৮:৫৯ পিএম

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

ছবি- সংগৃহীত

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। campus violence in Bangladesh

শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে বিদ্যমান দুটি ডিগ্রির পরিবর্তে একটি 'কম্বাইন্ড ডিগ্রি' চালুর দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে আলোচনার জন্য রোববার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে একটি জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল মিটিং বসে। কিন্তু বিদ্যমান দুটি ডিগ্রি রেখেই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা দুই শতাধিক শিক্ষকসহ মিলনায়তনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। সন্ধ্যার দিকে কিছু বহিরাগত এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষাঙ্গনে এমন সহিংসতা নিয়ে শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে।

 

বিস্তারিত আসছে....