মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ব্যালটে আগে থেকে ভোটের অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৭ পিএম

ডাকসু নির্বাচনে ব্যালটে আগে থেকে ভোটের অভিযোগ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টিএসসি কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকে ভোট দেওয়া থাকার অভিযোগ উঠেছে। তবে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বুথে প্রবেশ করার পর এমন অভিযোগ করার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন যে, তার পরিচিত একজন ভোটার বুথে গিয়ে দেখেন যে সেখানে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকেই 'ক্রস' দেওয়া আছে। তিনি জানান, ঘটনাটি টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ ঘটেছে।

এই অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, "অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি।" তিনি আরও বলেন, একজন ভোটার ব্যালট হাতে নিয়েই অভিযোগ জানাতে পারেন, কিন্তু বুথে কিছুক্ষণ থাকার পর ফিরে এসে অভিযোগ করায় তা গ্রহণযোগ্য নয়। তবে তারা ওই ভোটারকে একটি নতুন ব্যালট পেপার দিয়েছেন।

ড. নাসরিন সুলতানা এই অভিযোগকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা বলে মন্তব্য করেছেন। তিনি জানান, এই কেন্দ্রে ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা সিসিটিভি ফুটেজ চেক করার আশ্বাস দিয়েছেন।