সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৩৫ পিএম
বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নেওয়ার ম্যাচে ইতিহাস গড়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়েছেন। এই গোলের মাধ্যমে তার বিশ্বকাপ বাছাইপর্বে মোট গোলের সংখ্যা ৩৯-এ পৌঁছেছে, যা গুয়াতেমালার কার্লোস রুইজের রেকর্ডের সমান এবং আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে তিন গোল বেশি।
ম্যাচের শুরুতে পর্তুগাল হোঁচট খেলেও রোনালদো দলকে জয়ে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪১ বছর বয়সেও তার পারফরম্যান্স মুগ্ধ করার মতো। এই বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র দুই ম্যাচে তার গোল সংখ্যা তিন। রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট গোল সংখ্যা এখন ১৪১, যা তিনি ২২৩ ম্যাচে করেছেন। তার ক্যারিয়ারের মোট গোলের সংখ্যা ৯৪৩। ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে রোনালদো যেভাবে খেলছেন, তা অদূর ভবিষ্যতে অসম্ভব নয়।
পর্তুগাল আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে আইরিশ এবং পুনরায় হাঙ্গেরির সঙ্গে মুখোমুখি হবে। এই ম্যাচগুলোতে গোল করে রোনালদো এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে চাইবেন। তার এই অসাধারণ কীর্তি বিশ্ব ফুটবলে তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।