বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসুর নতুন ভিপি হলেন সাদিক কায়েম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:০২ এএম

ডাকসুর নতুন ভিপি হলেন সাদিক কায়েম

ছবি- সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়লাভ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

ফলাফলের বিস্তারিত: ঘোষিত ফলাফলে সাদিক কায়েম মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।

প্রার্থীদের প্রতিক্রিয়া: নির্বাচনের ফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন আবদুল কাদেরও। এর আগে ভোট গ্রহণ চলাকালে সাদিক কায়েমও ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছিলেন। উল্লেখ্য, শুধু জগন্নাথ হল ব্যতীত সব হলেই সাদিক কায়েম বড় ব্যবধানে জয় পান।

সাদিক কায়েমের পরিচয়: নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের প্রেক্ষাপট: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।