বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

শিক্ষার মান উন্নয়নে ঢাবি হলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:০১ পিএম

শিক্ষার মান উন্নয়নে ঢাবি হলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো বহিরাগত বা অতিথি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আজ ২ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবে। বহিরাগত বা অতিথিদের কোনোভাবেই হলে অবস্থান করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে মেনে চলার জন্য হল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে একটি নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো।