সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৫৪ পিএম
একসময়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে, যা নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়ক নিরব হোসেন।
খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে অপু বিশ্বাস ও নিরব এই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তারা বিপুল সংখ্যক জনতার সামনে বক্তব্যও রাখেন। মঞ্চে দাঁড়িয়ে অপু বিশ্বাস বলেন, "আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্যই আপনাদের কাছাকাছি আসি।" তিনি আরও বলেন, "আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই।" তিনি রিপন হোসেনের প্রশংসা করে বলেন, "রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব, সেই সুযোগ আপনারা করে দেবেন।"
এই ঘটনা অপু বিশ্বাসের রাজনৈতিক যাত্রায় একটি নতুন মোড় নিয়েছে। একসময় আওয়ামী লীগের হয়ে নিয়মিত প্রচারণায় অংশ নেওয়া এবং সংসদ সদস্য হওয়ার দৌড়ে থাকা অপু বিশ্বাসের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তার এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক সুযোগ-সন্ধান হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে ভিন্ন দলের প্রতি তার সমর্থন হিসেবে বিবেচনা করছেন।