শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জাপাকে নিষিদ্ধ করার দাবি ২৯ রাজনৈতিক দলের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:১২ পিএম

জাপাকে নিষিদ্ধ করার দাবি ২৯ রাজনৈতিক দলের

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ২৯টি রাজনৈতিক দল অবিলম্বে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল এবং দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা জাতীয় পার্টিকে 'ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর' হিসেবে আখ্যায়িত করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে দলগুলোর নেতারা এই দাবি জানান।

এই সমাবেশে বক্তারা জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, "সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে। আমরা লক্ষ্য করছি, অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন।

স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড।" তিনি আরও বলেন, স্বৈরাচার তো পালিয়ে গেছে, এখন নুরকে রক্তাক্ত করেছে কারা? এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এই সমাবেশে উপস্থিত বিভিন্ন দলের নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "ফ্যাসিবাদকে যারা শক্তি যুগিয়েছে সেই জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

" তিনি জুলাই বিপ্লবে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, "আওয়ামী লীগ অপরাধ করেছে, জাতীয় পার্টিও একই অপরাধ করেছে। সুতরাং এদেরকেও নিষিদ্ধ করতে হবে।"

সংহতি সমাবেশ শেষে কিছু নেতাকর্মী শাহবাগ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার স্লোগান দিতে থাকে। এ সময় সিনিয়র নেতারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

প্রায় ২০ মিনিট পর পুলিশ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।