শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:২৬ পিএম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী

ছবি - সংগৃহীত

দেশের নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। শুক্রবার রাজধানীর মাতুয়াইল পুরান মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় ও পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নবীউল্লাহ নবী বলেন, "বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার জন্য গণতন্ত্রবিরোধী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে তা ব্যর্থ করে দেব আমরা।"

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, "দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।"

নবীউল্লাহ নবী বলেন, দেশের জনগণ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা এই নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা 'আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে'। তিনি সতর্ক করে বলেন যে, জনগণ নির্বাচনের বাইরে অন্য কোনো পথ বেছে নিতে চাইলে তা মেনে নেবে না এবং পরাজিত শক্তির সব চক্রান্ত নস্যাৎ করে দেবে।