শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

মহানবীর আদর্শে বিশ্বে শান্তি নিশ্চিত হতে পারে: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৪৪ পিএম

মহানবীর আদর্শে বিশ্বে শান্তি নিশ্চিত হতে পারে: ড. ইউনূস

ছবি - সংগৃহীত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ এবং সুন্নাহর অনুসরণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি বলেন, মহানবীর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বাণীতে মহানবী (সা.)-কে 'রাহমাতুল্লিল আলামিন' বা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মহান আল্লাহ তাঁকে মানবজাতিকে সঠিক পথের দিশা ও মুক্তির বার্তা দিতে পাঠিয়েছিলেন।

পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর জীবনকে 'উসওয়াতুন হাসানাহ' অর্থাৎ সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, এই আদর্শ প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির পথ প্রদর্শন করবে।

ড. ইউনূস পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি আশা করেন, এই পবিত্র দিনটি সবার মাঝে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক।

তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হওয়ার কামনা করেন।