শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ঐক্যের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:১৮ পিএম

বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ঐক্যের আহ্বান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল ৪টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মাদ্রাসা মাঠে এই সভাটি হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। সভার সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুর রহমান রাসেল।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজু ইসলাম ও শ্রী রঞ্জন সুটকুসহ উপজেলা, পৌর এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।