শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

বিরামপুরে বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক কমিটি গঠিত, নেতৃত্বে মুসাব্বির ও মুন্না

মো. ফাহিম সরকার

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২৬ পিএম

বিরামপুরে বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক কমিটি গঠিত, নেতৃত্বে মুসাব্বির ও মুন্না

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে 'আমার বাংলাদেশ' (এবি) পার্টির ছাত্র সংগঠন 'বাংলাদেশ ছাত্রপক্ষ'-এর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে মুসাব্বির অর্ককে আহ্বায়ক এবং মাহাবুর হোসেন মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ছাত্রপক্ষের দিনাজপুর জেলা সমন্বয়ক এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'আমার বাংলাদেশ' (এবি) পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম।

এবি যুব পার্টির জেলা তথ্য, মিডিয়া ও আইটি সম্পাদক এবং বিরামপুর উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির সদস্য মেহেদী হাসান চৌধুরী পলাশ।

দিনাজপুর জেলা সদস্য সচিব অধ্যক্ষ শাহিনুর রহমান, বিরামপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব ফারুক-ই আজম, জেলা এবি যুব পার্টির সদস্য সচিব হাদিসুর রহমান, নবগঠিত কমিটির আহ্বায়ক মুসাব্বির অর্ক, সদস্য সচিব মাহাবুর হোসেন মুন্না এবং আরও অনেকে।

এ সময় বিরামপুর উপজেলা এবি যুব পার্টির কার্যকরী সদস্য আল আমিন, নবাবগঞ্জ উপজেলা এবি যুব পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, সহকারী সদস্য সচিব নিরঞ্জন কিসকু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।