শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জুলাই-আগস্ট আন্দোলনের মূল রূপকার তারেক রহমান : রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২৪ পিএম

জুলাই-আগস্ট আন্দোলনের মূল রূপকার তারেক রহমান : রিজভী

ছবি - সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সম্প্রতি অনুষ্ঠিত জুলাই-আগস্ট আন্দোলনের মূল রূপকার হিসেবে তারেক রহমানকে অভিহিত করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ হাজার মাইল দূর থেকে আন্দোলনের ভিত্তি ও পরিকল্পনা তৈরি করেছেন। তার দেওয়া নির্দেশনা অনুযায়ী দেশের ছাত্র-জনতা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে।

তিনি আরও বলেন, বন্দুকের নল দিয়ে এ দেশের ১৮ কোটি মানুষকে কখনো দাবানো যায়নি। রিজভী অভিযোগ করেন, অনির্বাচিত শেখ হাসিনার সরকার দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনা করেছে, কিন্তু এত কিছুর পরও বিএনপি টিকে আছে। এর কারণ হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন, যার জন্য জনগণ বিএনপিকে ভালোবাসে।

রুহুল কবীর রিজভী বলেন, জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে কৃষি ও শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা তৈরি করেছিলেন। সময়ের প্রয়োজনে এখন বিএনপিও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নিয়েও কথা বলেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও অপপ্রচারের অভিযোগ তোলেন। তিনি সবাইকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে জনগণকে বাঁচাতে সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালামের সঞ্চালনায় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।