শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৪০ এএম

হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন

ছবি - সংগৃহীত

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে চলা রাজনৈতিক বাকযুদ্ধ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একে অপরকে নিয়ে তাদের নেতিবাচক মন্তব্য নানা মহলে কড়া সমালোচনার জন্ম দিয়েছিল। তবে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দিয়ে তাদের সম্পর্কের সেই শীতলতা কেটে গেছে। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে রুমিন ফারহানা তার এবং তার দলের নেতাদের জন্য এই বিশেষ উপহারটি পাঠান।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠানোর কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা। তিনি জানান, হাসনাত তাকে ফোন করে জানান যে তিনি তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন। তখন রুমিন ফারহানা বলেন, "আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে।"

এরপর হাসনাত তাকে জিজ্ঞাসা করেন, "আপা, আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কী?" রুমিন ফারহানা জানান, এই প্রশ্নের জবাবেই তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানামুখী উপহার হিসেবে পাঠান। এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের পর থেকেই দুই নেতার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এবং রাজনৈতিক অঙ্গনে তাদের মধ্যকার বিরোধের অবসান ঘটে। এই ঘটনা প্রমাণ করে যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক এবং সৌজন্যবোধের মাধ্যমে তা মিটিয়ে ফেলা সম্ভব।