আগস্ট ২৪, ২০২৫, ১২:৪৩ পিএম
ঢালিউডে এখন দুটি বড় বাজেটের সিনেমা নিয়ে চলছে জোর গুঞ্জন, যার একটিতে অভিনয় করছেন শাকিব খান এবং অন্যটিতে সিয়াম আহমেদ। এই দুই তারকার বিপরীতে কোন নায়িকারা থাকছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সূত্র বলছে, শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে তানজিন তিশাকে, অন্যদিকে সিয়ামের সিনেমায় নায়িকা হিসেবে গুঞ্জন ছড়িয়েছে নাজিফা তুষির।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান চলতি মাসের শেষে দেশে ফিরবেন। এরপরই তিনি নতুন সিনেমার জন্য প্রস্তুতি শুরু করবেন। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালক কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে একটি সূত্র বলছে, তানজিন তিশা প্রায় চূড়ান্ত। এই সিনেমায় শাকিব খানকে একজন সরকারি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যা দেশপ্রেমের একটি গল্প বলবে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালক রায়হান রাফী তার নতুন হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এরপরই নায়িকা হিসেবে নাজিফা তুষির নাম শোনা যাচ্ছে। সিনেমাটিতে আরও যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার চিত্রগ্রাহক সুমন সরকার চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করার পর থেকেই এই গুঞ্জন ছড়িয়েছে। সূত্রমতে, সিনেমাটির শুটিং কিছুটা এগিয়ে গেছে। তবে পরিচালক রায়হান রাফী এখনই গল্প নিয়ে কিছু বলতে রাজি নন।