শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

হুয়াওয়ে ফোন মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাক করতে পারে না: মাদুরোর চাঞ্চল্যকর দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:৩৮ পিএম

হুয়াওয়ে ফোন মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাক করতে পারে না: মাদুরোর চাঞ্চল্যকর দাবি

ছবি - সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হুয়াওয়ে স্মার্টফোন হ্যাক করতে পারে না। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপহার দেওয়া একটি হুয়াওয়ে ডিভাইস হাতে নিয়ে এটিকে 'বিশ্বের সেরা ফোন' হিসেবে আখ্যা দেন তিনি। মাদুরো বলেন, "আমেরিকানরা এটি হ্যাক করতে পারবে না, তাদের কোনো গোয়েন্দা বিমান বা স্যাটেলাইটও নয়।" তার হাতে থাকা ফোনটি সম্ভবত হুয়াওয়ের ২০২৪ সালে উন্মোচিত ফোল্ডেবল ফোন মেট এক্স৬।

তবে মাদুরোর এই দাবির সঙ্গে একমত নন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র-ভিত্তিক একজন নিরাপত্তা গবেষক টেকক্রাঞ্চকে জানান, হুয়াওয়ে ডিভাইসগুলো আসলে আরও বেশি অরক্ষিত হতে পারে, কারণ কোম্পানিটি তাদের নিজস্ব হার্ডওয়্যার এবং হারমোনিওএস (HarmonyOS) সফটওয়্যার দুটোই তৈরি করে। তিনি আরও বলেন, আইওএস এবং অ্যান্ড্রয়েডের তুলনায় হুয়াওয়ের নতুন কোডে অনেক বেশি ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হুয়াওয়ের সিস্টেমকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন ফাঁস করা নথি থেকে জানা যায়, এনএসএ ২০১৪ সালে হুয়াওয়ের প্রধান কার্যালয় এবং সার্ভারে অনুপ্রবেশ করেছিল। এর মাধ্যমে মার্কিন গোয়েন্দারা হুয়াওয়ের যোগাযোগ ব্যবস্থা এবং পণ্যগুলো নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, এনএসএ এবং সাইবার কমান্ডের মতো মার্কিন সাইবার সংস্থাগুলো এখনো হুয়াওয়ে ডিভাইসে দুর্বলতা খুঁজে চলেছে। চলতি বছরের শুরুতে বেইজিং যুক্তরাষ্ট্রকে চীনা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য অভিযুক্ত করে, যা দুই দেশের মধ্যে চলমান সাইবার উত্তেজনারই বহিঃপ্রকাশ।