বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
পালাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

হাসিনা-স্টাইলে পালাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:৫০ পিএম

হাসিনা-স্টাইলে পালাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী?

ছবি - সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেন-জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে যে, তিনি চিকিৎসার অজুহাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এই খবরকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাকে 'হাসিনা-স্টাইল' বলে অভিহিত করা হয়েছে।

সেনাপ্রধানের হস্তক্ষেপ

প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, পদত্যাগের আগে অলি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং তার আহ্বানেই পদত্যাগ করেন। সেনাপ্রধান জানান, প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলে সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে হস্তক্ষেপ করবে।

সেনা সূত্র আরও জানায়, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। এরপরই অলি তার বাসভবন 'বলওয়াটার' থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন এবং দেশত্যাগের পরিকল্পনা করছেন।

মন্ত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে

গণমাধ্যমের খবর অনুযায়ী, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং একটি বেসরকারি বিমান সংস্থা 'হিমালয়া এয়ারলাইনস'কে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, অলির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদেরও সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের বাসভবন থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকা অবস্থায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য সমর্থকদের আহ্বান জানাচ্ছে। তারা আতশবাজি ফোটানো, ড্রোন উড়ানো এবং বিমানের দিকে লেজার লাইট দেওয়ার মতো কাজ করতে উৎসাহিত হচ্ছে।