মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ইয়েমেনি হামলায় ইসরাইলে সাইরেন, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৯:৫৪ এএম

ইয়েমেনি হামলায় ইসরাইলে সাইরেন, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

ছবি- সংগৃহীত

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) অধিকৃত অঞ্চলগুলোতে এই হামলার পর ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং লাখো ইসরাইলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

আল জাজিরা আরবি নেটওয়ার্ক এবং স্থানীয় ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী শাসকগোষ্ঠীর দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে ইসরাইলের কেন্দ্রস্থলের বিশাল এলাকায় সাইরেন শোনা যায়। ইসরাইলি টিভি চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, পূর্ব তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 হামলার খবরে হাজার হাজার মানুষ ভয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন। এই ঘটনাটি ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।